ভালোবাসাকে দু’জনের মধ্যে না রেখে সবার মাঝে ছড়িয়ে দিলেই মনে হয় ভালোবাসা দিবসের দরকার হয় না। গণ্ডির মাঝে সব কিছুকে বেধে রাখলে তা কখন আর সত্যিকারের অর্থ বহন করে না। যাহোক সে অনেক কথা এক এক জনের কাছে এক এক রকম । আমার যে রকম ছিল............
দিনটি ছিল ভ্যালেনটাইন ডে, সারা দিন ভাসির্টি পিকনিক এর মধ্যে দিয়ে সময় পার করে দিয়েছিলাম ১৪ ফেব্রুয়ারী যে কোন এক বিশেষ দিন তা আসলে মনেই ছিল না। সত্যি কথা বলতে রাতে বাসায় আসার পথে চাঁদটার দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ে গেল।
তখন কেন যেন মনে মনে একটা কথা ভাবতে শুরু করলাম, আমার ভালোবাসার কোন জন্ম নেই, কোন মৃত্যু নেই, আছে কিছু আশা, যা কখন হরাবে না কালের গহবরে। হারিয়ে যাবে সময়, হারিয়ে যাব আমি। রয়ে যাবে শুধু কিছু স্বপ্ন। ভালোবেসেছি বলেই ভালোবেসে যাব।
কথাটি কেন ভেবেছি তা জানি না । নির্দিষ্ট কারণ তেমন ছিল না। কিন্তু ভেবেছি এবং আশা করি ভাবনার মতই কাজ করে যাব।
দিনটি ছিল ভ্যালেনটাইন ডে, সারা দিন ভাসির্টি পিকনিক এর মধ্যে দিয়ে সময় পার করে দিয়েছিলাম ১৪ ফেব্রুয়ারী যে কোন এক বিশেষ দিন তা আসলে মনেই ছিল না। সত্যি কথা বলতে রাতে বাসায় আসার পথে চাঁদটার দিকে তাকিয়ে হঠাৎ মনে পড়ে গেল।
তখন কেন যেন মনে মনে একটা কথা ভাবতে শুরু করলাম, আমার ভালোবাসার কোন জন্ম নেই, কোন মৃত্যু নেই, আছে কিছু আশা, যা কখন হরাবে না কালের গহবরে। হারিয়ে যাবে সময়, হারিয়ে যাব আমি। রয়ে যাবে শুধু কিছু স্বপ্ন। ভালোবেসেছি বলেই ভালোবেসে যাব।
কথাটি কেন ভেবেছি তা জানি না । নির্দিষ্ট কারণ তেমন ছিল না। কিন্তু ভেবেছি এবং আশা করি ভাবনার মতই কাজ করে যাব।
No comments:
Post a Comment