সময় চলে যাচ্ছে , রাত রেড়ে যাচ্ছে ।
লিখতে আর ভালো লাগছে না,
তোমায় নিয়ে ভাবছি , রাগ করবে না তো ।
নিজেকে হারিয়ে ফেলেছি, তবুও তোমায় ভুলিনি
ভুলিনি নিজের পথটা ।
শুধু ভুলে গেছি নিজেকে ।
জানি না পাব কিনা কখনো,
তবুও ভালোবেসে যাব ।
লিখতে আর ভালো লাগছে না,
তোমায় নিয়ে ভাবছি , রাগ করবে না তো ।
নিজেকে হারিয়ে ফেলেছি, তবুও তোমায় ভুলিনি
ভুলিনি নিজের পথটা ।
শুধু ভুলে গেছি নিজেকে ।
জানি না পাব কিনা কখনো,
তবুও ভালোবেসে যাব ।
No comments:
Post a Comment