ভেবেছিলাম কিছুই বলব না, তবুও না বলে আর পারলাম না ।
এই যে ভাই মিয়ানমার সাহেব, শুনছেন , হ্যা আপনাদেরকে বলছি।
এত বাহাদুরি কি নিয়ে ? খালি কলসি যে একটু বাজে বেশি আপনাদের কাছে তো কেউ তার প্রমাণ চায় নি। তাহলে কেন এত রং-তামাশা ?
আপনাদের কে বেশি কিছু দেখতে বলব না, তাহলে নিজের দেশেই নিজেরা ভয়ে গুম হয়ে যেতে পারেন। আপনাদেরকে ’৬৯ দেখতে বলব না, ‘৭১ দেখতে বলব না, শুধু বলব এতটুকু, যে জাতি ভাষার জন্য অস্ত্র ছাড়া যুদ্ধে নামতে পারে তাদের সাথে কেন এই ভাব দেখানো ?
আরো একটা কথা যুদ্ধের জন্য অস্ত্র লাগে না , লাগে কলম। যদিও এর মমার্থ এখন আর নেই। SO it is very easy to understand.
এখনও যদি সুবুদ্ধির উদয় না হয়, তাহলে খাঁটি ইংরেজীতে বলি -
Don't Angry us , otherwise .................
শূণ্যস্থানটা পূরণ করতে অসুবিধা হবে না মনে হয় .............. ।
No comments:
Post a Comment